[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

হাদির সুস্থতায় তিন আলেমের দোয়া

‘হাদি আপনাকে এতো দ্রুত হারাতে চাই না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ১:১৭ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র

সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের তিনজন প্রখ্যাত আলেম ও ইসলামী আলোচক। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক পোস্টে হাদির দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জনপ্রিয় আলেম শায়খ আহমাদুল্লাহ তার ফেসবুক পোস্টে বলেন, তরুণ রাজনীতিক ও সমাজকর্মী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবরে তিনি গভীরভাবে ব্যথিত ও উদ্বিগ্ন। তিনি মহান আল্লাহর কাছে হাদির পূর্ণ সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

অন্যদিকে ইসলামী চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারী তার প্রতিক্রিয়ায় বলেন, জুলাই-পরবর্তী রক্তাক্ত বাস্তবতায় একজন ‘জুলাই সৈনিক’ আবার গুলিবিদ্ধ হওয়া অত্যন্ত বেদনাদায়ক। তিনি প্রশ্ন তোলেন, যারা পরিবর্তনের জন্য লড়েছে, তাদের নিরাপত্তা কোথায়? এমন সহিংস ও রক্তক্ষয়ী রাজনীতি থেকে দেশকে বের করে আনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

এছাড়া জনপ্রিয় খতিব ও আলোচক মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ হাদির জন্য দোয়া করে বলেন, আল্লাহ যেন তাঁর কুদরতের বিশেষ নিদর্শন হাদির ওপর প্রকাশ করেন, তাকে পূর্ণ আরোগ্য দান করেন এবং তার জীবনকাল বৃদ্ধি করেন। একই সঙ্গে তিনি হামলাকারীদের উপযুক্ত পরিণতির কথাও কামনা করেন।

হাদির ওপর হামলার ঘটনায় নিজের গভীর মানসিক কষ্টের কথা জানিয়ে তিনি বলেন, এমন একজন মানুষ হঠাৎ করে গড়ে ওঠে না। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, আল্লাহ তায়ালা হাদির আদর্শ ও স্বপ্ন বহন করার মতো আরও তরুণকে ভবিষ্যতে তৈরি করে দেবেন।

সবশেষে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “হাদি ভাই, আপনাকে আমরা এত দ্রুত হারাতে চাই না।”

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর