[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

কর্মকর্তাদের বদলি-ছুটিতে লাগবে নির্বাচন কমিশনের সম্মতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ২:১৩ এএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে কোনো সরকারি কর্মকর্তা বদলি বা ছুটির প্রয়োজন হলে নির্বাচন কমিশন (ইসি)–এর সম্মতি বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ মন্ত্রিপরিষদ সচিবকে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়:

  • নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।
  • রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং অন্যান্য নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা নিয়োগ করতে হবে।
  • প্রয়োজন অনুযায়ী সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, এমনকি বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীকেও নিয়োগ দেওয়া হতে পারে।
  • নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

সংবিধানের অনুচ্ছেদ ১২৬ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ৫ অনুযায়ী নির্বাচনে নির্বাহী কর্তৃপক্ষের সহযোগিতা দেওয়া বাধ্যতামূলক—চিঠিতে এ বিষয়টিও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর