তফসিল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ৩০০ সংসদীয় আসনের জন্য রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন তফসিল ঘোষণা করেন, আর রাতেই রিটার্নিং কর্মকর্তাদের তালিকা প্রকাশ করা হয়।
ইসির প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, ঢাকা–চট্টগ্রাম–খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং দেশের ৬৪ জেলার জেলা প্রশাসককে (ডিসি) সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকার বেশিরভাগ আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ঢাকার বিভাগীয় কমিশনার।
তবে ঢাকা–১৩ ও ঢাকা–১৫ আসনে দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
অন্যান্য জেলা–ভিত্তিক আসনে দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলার ডিসি।
চট্টগ্রাম–৪, ৫, ৮, ৯ ও ১০ নম্বর আসনের রিটার্নিং কর্মকর্তা থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার।
চট্টগ্রাম–১১ আসনে দায়িত্ব পাবেন ইসির চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
বাকি আসনগুলো পরিচালনা করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক।
খুলনা–৩ আসনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে।
আদালতের রায়ের আলোকে বাগেরহাটের চারটি ও গাজীপুরের পাঁচটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে সংশোধিত গেজেটও প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
এসআর
মন্তব্য করুন: