ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ–২০২৫ বাস্তবায়ন আদেশ’ বিষয়ে গণভোটের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় ড. ইউনূস বলেন, “তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ যে নতুন পথে এগিয়ে চলেছে—এই নির্বাচন ও গণভোট সেই পথকে আরও সুদৃঢ় করবে, জনগণের মতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি আরও শক্তিশালী করবে।”
তিনি আশা প্রকাশ করেন যে নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবে। নির্বাচন ও গণভোট যেন উৎসবমুখর, অংশগ্রহণমূলক এবং সম্পূর্ণ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়—সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলেও জানান তিনি।
রাজনৈতিক দলসমূহ, প্রার্থী, গণমাধ্যম, সুশীল সমাজ ও দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “এই নির্বাচন ও গণভোটকে একটি জাতীয় ঐক্যের উদ্যোগ হিসেবে গ্রহণ করুন। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ পরিবেশ এবং গণতান্ত্রিক আচরণ আমাদের সামনে স্থিতিশীলতার পথ খুলে দেবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ আজ নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে। আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই আমরা একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে সফল হব—এটাই আমার দৃঢ় বিশ্বাস।”
এসআর
মন্তব্য করুন: