[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে ঘিরে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫ ১০:১১ পিএম

সংগৃহীত ছবি

শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় ও নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে পুলিশকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার।

সোমবার (৮ ডিসেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় জাতীয় দিবস দুটিকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস.এন. মো. নজরুল ইসলাম বলেন,
“সবাই দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করলে দিবস দুটি নির্বিঘ্নে উদ্‌যাপন সম্ভব হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা ভুয়া তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে—সে বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।”

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর