[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

তপশিল ঘোষণা উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড হবে ১০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫ ৪:২২ পিএম

সংগৃহীত ছবি

য়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এই ভাষণ রেকর্ড করার জন্য আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন,
“সিইসির ভাষণ রেকর্ড করার জন্য বিটিভি ও বেতারকে চিঠি পাঠানো হয়েছে। ১০ ডিসেম্বর রেকর্ডের তারিখ ঠিক করা হয়েছে। সময় পরে জানানো হবে।”

তফসিল ঘোষণার আগে এটি হবে সিইসির গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক বক্তব্য, যা রেকর্ড শেষে দেশব্যাপী প্রচার করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর