পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে ১ হাজার ৫০০ টন
পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে সরকার। রোববার (৭ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৫০ জন আমদানিকারককে এ অনুমতি প্রদান করে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি আমদানিকারক সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আনতে পারবেন। কেউ একাধিকবার বা দ্বিতীয়বারের জন্য আইপি (Import Permit) আবেদন করতে পারবেন না। এ অনুমতির মেয়াদ থাকবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।
এর আগের দিন, শনিবার রাতে কৃষি মন্ত্রণালয় জানায়—পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে পরদিন থেকে সীমিত পরিসরে আমদানির অনুমতি দেওয়া হবে। দৈনিক ৫০টি আইপি ইস্যু করার পরিকল্পনা রয়েছে, এবং প্রতিটিতে সর্বোচ্চ ৩০ টন করে পেঁয়াজ আমদানির সুযোগ থাকবে। নতুন কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম চালু থাকবে।
গত কয়েক দিন ধরে কোনো দৃশ্যমান কারণ ছাড়াই বাজারে পেঁয়াজের দাম দ্রুত বেড়ে যায়। দুই-তিন দিনের ব্যবধানে কেজিপ্রতি ২০–৩০ টাকা পর্যন্ত দাম বাড়ে। বর্তমানে বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০–১৫০ টাকা দরে। তবে আমদানির ঘোষণা আসার পর থেকেই বিভিন্ন বাজারে দাম কিছুটা কমতে শুরু করেছে। নতুন চালান বাজারে এলেই দাম আরও কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: