[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

তফসিল নিয়ে নির্বাচন কমিশনের সভা রোববার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫ ৮:২৪ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা সামনে রেখে আগামী রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে।

সকাল ১০টায় নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠন অনুষ্ঠিত হবে।

সভায় আইন ও প্রচলিত রীতির আলোকে তফসিল পূর্ব ও তফসিলোত্তর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি গণভোট আয়োজন, নির্বাচন প্রস্তুতির অগ্রগতি, মাঠপর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ ও সমন্বয় জোরদারের বিষয়গুলো আলোচিত হবে।

মক ভোটের অভিজ্ঞতা ও কেন্দ্র ব্যবস্থাপনা নিয়ে সিদ্ধান্ত

ইসির আলোচ্যসূচিতে আরও রয়েছে—

  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কেন্দ্র ব্যবস্থাপনা,
  • ২৯ নভেম্বর অনুষ্ঠিত মক ভোটের অভিজ্ঞতা,
  • মাঠপর্যায়ের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ।
  • স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন ও বকেয়া বিল বিষয়ক আলোচনাও এজেন্ডায়

সভায় আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে—

  • পার্সোনালাইজেশন সেন্টারের ৯টি মেশিন বিএমটিএফ থেকে আইডিইও (২য় পর্যায়) প্রকল্পে হস্তান্তর/গ্রহণ এবং বিএমটিএফের স্থগিত বকেয়া বিল নিষ্পত্তি।
  • ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত চুক্তির আওতায় ২ কোটি ৩১ লাখ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশনের পর ইতোমধ্যে পরিশোধিত বিলের সঙ্গে অতিরিক্ত ১৪ লাখ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন বাবদ দাবি করা বকেয়া বিল নিয়ে সিদ্ধান্ত।
  • ক্রয় প্যাকেজ এনসিএস–২৭ (স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন ও ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত লেখা মুদ্রণ) সংক্রান্ত কার্যক্রম ও চুক্তি সম্পন্ন করা।
  • তফসিল নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান

এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তফসিলের তারিখ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি বলেন—
“তফসিল ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি। কেউ কোনো তারিখ প্রচার করলে তা সম্পূর্ণই তার ব্যক্তিগত ধারণা বা অনুমান।”

তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি, এবং এ ক্ষেত্রে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর