[email protected] সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
২৪ অগ্রহায়ণ ১৪৩২

আগামী নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫ ৬:৫৪ পিএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশের স্থিতিশীলতার মূলভিত্তি হল আইনশৃঙ্খলা।

শুরুতে কিছু সমস্যা থাকলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে এবং পুলিশ বাহিনী নিজেদের সুসংগঠিত করতে সক্ষম হয়েছে। আগামীর নির্বাচন হবে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ—এমন মন্তব্যও করেন তিনি।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বক্তব্য উদ্ধৃত করে তৌহিদ হোসেন বলেন, “সামনের নির্বাচন হবে একটি আদর্শ নির্বাচন। আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে, কারণ পরাজিত পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে।” তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করাই এখন প্রধান লক্ষ্য।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব

শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সবচেয়ে গুরুত্ব দেওয়ার প্রয়োজন উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উন্নত দেশগুলো এ দুই খাতে বেশি বিনিয়োগ করে। বাংলাদেশও সেই চেষ্টা করছে। স্বল্প সময়ে সাড়ে ৩ হাজার নার্স ও ৩ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। বাজেটও বাড়ানো হয়েছে, যার প্রতিফলন আগামী বছর দেখা যাবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন সরকার এই উদ্যোগগুলো ধরে রাখবে।

আলু রপ্তানি নিয়ে ভাবনা

আলু রপ্তানির বিষয়ে তিনি বলেন, “এটি সহজ নয়, কারণ খুব কম দেশ নিয়মিত আলু আমদানি করে। কোনো কারণে সংকট তৈরি হলে কয়েকটি দেশ আমদানি করে, আর তা ছাড়া বাজার সীমিত।” তবুও সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানান তিনি।

বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির ওপর জোর

বিদেশে কর্মী রপ্তানির ক্ষেত্রে দক্ষতার গুরুত্ব তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, আমাদের অনেক কর্মী দক্ষতার ঘাটতির কারণে কম বেতন পান। বিদেশে প্রচুর নার্সের চাকরির সুযোগ রয়েছে—দক্ষতা অর্জন করতে পারলে তারা ভালো আয়ের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট দপ্তরকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন তিনি।

দেশি গরুর সম্ভাবনা নিয়ে মন্তব্য

রংপুরে পালন করা দেশি গরুর সুস্বাদু মাংসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এর বাজার চাহিদা রাজধানীতেও বেশি। “প্রাণিসম্পদ বিভাগ চাইলে এই ক্ষেত্রে একটি সম্ভাবনাময় বাজার তৈরি করতে পারে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন—পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু ছাইদসহ অন্যান্য কর্মকর্তারা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর