উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত যুক্ত করেছে।
সংশোধিত এমপিও নীতিমালা অনুযায়ী, এসব পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ পাওয়া থাকলে আবেদন অযোগ্য ধরা হবে।
নতুন নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ের সভায় চূড়ান্ত অনুমোদন পেয়ে গেছে। দ্রুতই এটি গেজেট আকারে প্রকাশ করা হতে পারে। বর্তমানে নীতিমালাটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের দপ্তরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহেই নীতিমালা প্রকাশিত হবে।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের সিদ্ধান্তও চূড়ান্ত করেছে। সংশোধিত বিধিমালায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। তবে পরীক্ষার পূর্ণ নম্বর, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর বণ্টন নির্ধারণের দায়িত্ব এনটিআরসিএর বোর্ড ও নির্বাহীর হাতে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সমমানের পদে নিয়োগ দেওয়া হবে এবং এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হবে।
এসআর
মন্তব্য করুন: