ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কমিশনের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আগামী রোববার (৭ ডিসেম্বর) তফসিলের সময়সূচি নির্ধারণে কমিশনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।
ইসি সূত্র জানায়, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে।
ওই নির্বাচন কমিশনার বলেন, “১০ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হবে। সাক্ষাতের পর দু’এক দিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হতে পারে।”
প্রথা অনুযায়ী, তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “কমিশন সভায় তফসিলের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তা চূড়ান্ত করা হবে।” তিনি জানান, রোববারের বৈঠকের পর সেই সপ্তাহের যেকোনো দিনই তফসিল ঘোষণা সম্ভব।
আনোয়ারুল ইসলাম আরও জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের জন্য ইসি সম্পূর্ণ প্রস্তুত। যেহেতু ভোটারদের দুটি ব্যালটে ভোট দিতে হবে, তাই সময় বেশি লাগতে পারে। এজন্য ভোটগ্রহণের সময় বাড়ানো ও বুথের সংখ্যা বৃদ্ধি করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কমিশনের পরবর্তী সভায়।
ইসির একটি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে—৮, ৯, ১০ বা ১১ ডিসেম্বর—তফসিল ঘোষণা করা হতে পারে। আর ভোটগ্রহণ হতে পারে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে, সম্ভাব্য তারিখ
এসআর
মন্তব্য করুন: