[email protected] শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
২০ অগ্রহায়ণ ১৪৩২

জাতীয় নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে ঘোষণার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫ ৫:৩০ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ ৭ ডিসেম্বরের পর যেকোনো দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি জানান, রমজানের আগে—ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে—একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার এক বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তফসিল ঘোষণার সুনির্দিষ্ট তারিখ পরবর্তী কমিশন সভায় নির্ধারণ করা হবে।” তিনি আরও জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সারাদেশে সাধারণ জনগণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, এবং আন্তর্জাতিক মহলও বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে নিবিড় নজর রাখছে।

আচরণবিধি ও নিরাপত্তা প্রসঙ্গে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “কেউ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে। আচরণবিধি লঙ্ঘনকারীরা ছাড় পাবে না।” তিনি জানান, ভোটের দিনে প্রতিটি কেন্দ্রে বিভিন্ন বাহিনী, মোবাইল কোর্ট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ইলেক্টোরাল ইনকোয়ারি টিম মোতায়েন থাকবে। নতুন উদ্যোগ হিসেবে বডি-ওর্ন ক্যামেরাও ব্যবহার করা হবে।

নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, এরই মধ্যে ‘মক ভোটিং’ সম্পন্ন হয়েছে। যেহেতু ভোটারদের দুটি ব্যালটে ভোট দিতে হবে, তাই সময় কিছুটা বাড়ানো এবং বুথ সংখ্যা বৃদ্ধি করার বিষয়টি কমিশন বিবেচনা করছে।

সরকারের সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করছে। অতীতে বিতর্কিত হওয়া বিভিন্ন দপ্তর এবার নিজেদের গৌরব পুনরুদ্ধারে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর