[email protected] বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
২০ অগ্রহায়ণ ১৪৩২

পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করলেন ১ লাখ ৬৮ হাজারেরও বেশি প্রবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫ ১২:২৮ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত এক লাখ ৬৮ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত মোট ১,৬৮,০৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৯,৮৮৪ জন এবং নারী ভোটার ১৮,১৪৯ জন।

প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটদানের নিবন্ধন সময় ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপটি উদ্বোধন করেন।

ইসি জানায়, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Postal Vote BD’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর