বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার খোঁজ নিতে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। বুধবার সন্ধ্যায় সেখানে পৌঁছে তিনি খালেদা জিয়ার পরিবার ও দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার বিস্তারিত জানতে চিকিৎসকদের কাছ থেকে ব্রিফিং নেন।
চিকিৎসকরা জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে। প্রধান উপদেষ্টা পরিবারকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
হাসপাতাল পৌঁছালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। প্রায় আধা ঘণ্টা তিনি হাসপাতালে অবস্থান করেন। এর আগের দিন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরাও খালেদা জিয়ার খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেন।
২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি আছেন। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর তার অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর থেকে তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অনাকাঙ্ক্ষিত ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: