[email protected] বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
১৯ অগ্রহায়ণ ১৪৩২

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ছয়জনের বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫ ৮:১৩ পিএম

সংগৃহীত ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. জহুরুল হক, বিটিআরসির সাবেক দুই চেয়ারম্যানসহ মোট ছয়জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ৯ হাজার কোটি টাকার ক্ষতি করার অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।

বুধবার (৩ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির পরিচালক জালাল উদ্দীন আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।

এটি দুদকের ইতিহাসে প্রথম ঘটনা—যেখানে সংস্থারই সাবেক কমিশনার পর্যায়ের একজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের হলো। জহুরুল হক ঘটনাক্রমে বিটিআরসির কমিশনার এবং পরবর্তীতে চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

কারা আসামি?

মামলায় আসামি করা হয়েছে—

  • সুনীল কান্তি বোস, সাবেক চেয়ারম্যান, বিটিআরসি
  • ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, সাবেক ভাইস চেয়ারম্যান
  • ড. শাহজাহান মাহমুদ, সাবেক চেয়ারম্যান
  • মো. জহুরুল হক, সাবেক কমিশনার, বিটিআরসি ও সাবেক কমিশনার, দুদক
  • মো. রেজাউল কাদের, সাবেক কমিশনার
  • মো. আমিনুল হাসান

অভিযোগ কী?

এজাহারে বলা হয়—২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত বিটিআরসি সরকারের অনুমোদন ছাড়াই আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ০.০৩ ডলার থেকে কমিয়ে ০.০১৫ ডলার করে এবং সরকারের রেভিনিউ শেয়ার ৫১.৭৫ শতাংশ থেকে ৪০ শতাংশে নামিয়ে আনে। একইসঙ্গে আইজিডব্লিউ অপারেটরের শেয়ার ১৩.২৫ শতাংশ থেকে ২০ শতাংশ করা হয়—যা সম্পূর্ণ বেআইনি।

এই সিদ্ধান্তে সরকারের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায়—

  • রেভিনিউ শেয়ার কমানোর কারণে: ৩৮৩ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার টাকা
  • কম রেটে কল আনায়: ২,৯৪১ কোটি ৯৯ লাখ ৩৯ হাজার টাকা
  • বৈদেশিক মুদ্রা দেশে না আনায়: ৫,৬৮৫ কোটি ১ লাখ টাকা

মোট ক্ষতি: ৯,০১০ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার টাকা

কোন আইনে মামলা?

আসামিদের বিরুদ্ধে—

  • দণ্ডবিধি ৪০৯/৪১৮
  • দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা
  • মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জহুরুল হকের বিরুদ্ধে আরও অভিযোগ

দুদক সূত্র জানায়, সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে আলাদা অনুসন্ধানও চলছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে—

  • বিটিআরসি চেয়ারম্যান থাকা অবস্থায় ঘুষ-দুর্নীতি
  • ইন্টারন্যাশনাল গেটওয়ে ব্যবহার করে অর্থ পাচার
  • দুদকের কমিশনার পদে থাকার সময় ক্ষমতার অপব্যবহার
  • রাজউকের পূর্বাচল আবাসিক প্রকল্পে বিধিবহির্ভূতভাবে প্লট বরাদ্দ গ্রহণ

জানা যায়, তিনি নিজের ও স্ত্রীর নামে রাজউক থেকে আগে দুটি প্লট নিলেও ২০২১ সালে আবার নিজের নামে ১০ কাঠার প্লট বরাদ্দ নেন। ২০২৪ সালের ৩০ জুন প্লটটির রেজিস্ট্রি শেষ হয়। অথচ আইন অনুযায়ী স্বামী-স্ত্রীর নামে আলাদা প্লট বরাদ্দ দিলে একটি সমর্পণ করার কথা—যা তিনি করেননি।

এ ঘটনায় গত ২৫ ডিসেম্বর তার পাসপোর্ট বাতিল ও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর