[email protected] বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
১৯ অগ্রহায়ণ ১৪৩২

সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫ ৬:০৪ পিএম

সংগৃহীত ছবি

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি ‘ঐতিহাসিক ভূমিকা’ পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

একই সঙ্গে জাতীয় নিরাপত্তা, অগ্রগতি, জাতি গঠন এবং সংকটময় সময়ে জনগণের পাশে দাঁড়ানোয় বাহিনীর অবদানের প্রশংসা করেন তিনি।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের নিরাপত্তা, অগ্রগতি ও জাতি গঠনে সশস্ত্র বাহিনীর অবদান সত্যিই অনন্য। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপনাদের ত্যাগ ও নিষ্ঠা দৃষ্টান্ত হয়ে আছে।” তিনি আরও উল্লেখ করেন, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা কিংবা মহামারির মতো সংকটে জনগণের কল্যাণে বাহিনীর নিরলস কাজ তাদের অটল দেশপ্রেমের প্রতিফলন বহন করে।

সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদানের মাধ্যমে দেশের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি পাওয়ার বিষয়টিও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আহ্বান

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। তিনি বলেন, “এই আনন্দঘন মুহূর্তে আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি—খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুন।”

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোটকে দেশের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “এটি শুধু একটি নির্বাচন নয়, বরং জাতির সামনে এক ঐতিহাসিক সুযোগ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করা সবার দায়িত্ব।” তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা গর্বের সঙ্গে এই মুহূর্তটিকে স্মরণ করবে।

ডিসেম্বরকে মুক্তিযুদ্ধের বিজয়ের মাস হিসেবে স্মরণ করে ড. ইউনূস ১৯৭১ সালের শহীদ এবং স্বাধীনতার সংগ্রামে আত্মত্যাগী সব মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

স্নাতক সম্পন্ন করা অফিসারদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আজকের এই অর্জন দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা ও অধ্যবসায়ের প্রতিফলন। এখন আপনারা জাতীয় নিরাপত্তা, কৌশল প্রণয়ন, নীতিনির্ধারণ এবং রাষ্ট্র পরিচালনার জটিলতা মোকাবিলায় আরও প্রস্তুত।”

তিনি জানান, এনডিসি ও এএফডব্লিউসি এমনভাবে তৈরি করা হয়েছে যেন বৈশ্বিক ভূরাজনৈতিক পরিবেশ, সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন, সাইবার হুমকি ইত্যাদি আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষম নেতৃত্ব তৈরি করা যায়।

কোর্সে যুক্ত দেশি-বিদেশি রিসোর্স পার্সন, রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্টাডি ট্যুর আয়োজনকারী দেশগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস।

শেষে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের মূলমন্ত্র ‘সিকিউরিটি থ্রু নলেজ’—এর প্রতি আস্থা ব্যক্ত করে বলেন, এই শিক্ষা ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর