[email protected] বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
১৮ অগ্রহায়ণ ১৪৩২

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫ ৯:৫৯ পিএম

দেশে সিসা দূষণ থেকে তৈরি হওয়া নীরব জনস্বাস্থ্য সংকট

মোকাবিলায় সরকার একটি জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মাল্টিসেক্টরাল স্টিয়ারিং কমিটির বৈঠকে কৌশলপত্রের খসড়া পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিজ নিজ কর্মপরিকল্পনা এতে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

শিশু, শ্রমিকসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সিসার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা এখন জাতীয় অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবিত কৌশলপত্রে দেশব্যাপী সিসার সংস্পর্শ কমানো, জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের কথা উল্লেখ রয়েছে।

কৌশলপত্রে পরিবেশে সিসা ছড়ানোর প্রধান উৎসগুলো— যেমন সিসাযুক্ত রং, অনুমোদনহীনভাবে ব্যবহৃত সিসা-অ্যাসিড ব্যাটারি (ULAB) পুনর্ব্যবহার, সিসাযুক্ত রান্নার পাত্র, খেলনা এবং বিভিন্ন শিল্পপণ্য— নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের প্রস্তাব থাকবে। একই সঙ্গে ই-রিকশা ও অন্যান্য ব্যাটারি চালিত যানবাহনের দ্রুত বিস্তারের কারণে সৃষ্ট ই-বর্জ্যের ঝুঁকি চিহ্নিত করে এর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের নির্দেশনাও অন্তর্ভুক্ত করা হবে।

এই কৌশলের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, পাঠ্যক্রম পরিবর্তন, শিল্প নীতি, শ্রমিক নিরাপত্তা, পরিবেশ নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা— এসব ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয় যে আলাদা আলাদা উদ্যোগ নিচ্ছে, সেগুলোকে একত্রিত করে একটি সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনা তৈরিই মূল লক্ষ্য।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, উপসচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) সিদ্ধার্থ শংকর কুন্ডু এবং সিসা দূষণ নিয়ন্ত্রণে ফোকাল পয়েন্ট কর্মকর্তা সাবরিনা রহমান।

সভায় সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, কৌশলপত্রটি চূড়ান্ত হলে দেশের শিশু, শ্রমিকসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সিসার ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। এটি একটি স্বাস্থ্যকর, নিরাপদ ও টেকসই ভবিষ্যতের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর