[email protected] বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
১৮ অগ্রহায়ণ ১৪৩২

আবারও এক হলো আবু ত্বহা ও সাবিকুন নাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫ ৯:৩৯ পিএম

সংগৃহীত ছবি

ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার বিচ্ছেদের এক মাস পর আবারও নতুন করে দাম্পত্যবন্ধনে আবদ্ধ হয়েছেন।

গত ২১ অক্টোবর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তবে সেই বিচ্ছেদের পর নিজেদের ভুল–বোঝাবুঝি কাটিয়ে তারা দুজনেই পুনরায় বিয়ে করার সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিষয়টি নিজেই নিশ্চিত করেন সাবিকুন নাহার। একইসঙ্গে নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ অনুভূতিপূর্ণ পোস্টে তিনি ব্যাখ্যা করেন—কীভাবে আলাদা হওয়ার পর আবার একসঙ্গে ফিরে আসার পথ তৈরি হলো।

ফেসবুক পোস্টে সাবিকুন নাহার লেখেন—
দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, পরকালের হিসাব এবং সন্তানদের প্রতি গভীর মায়াই তাদের আবারও এক করেছে। তিনি জানান, তাদের দুই সন্তান—উসমান ও আয়িশা—বাবা-মাকে হারানোর যন্ত্রণায় ক্রমেই অস্থির হয়ে উঠছিল। সন্তানদের সেই না-পারা যন্ত্রণাই বাবা-মাকে নতুন করে ভাবতে বাধ্য করে।

তিনি আরও লেখেন—

“হয়তো এভাবেই আমাদের তাকদির লিখা ছিল। ভুল ছিল, ভুল বোঝাবুঝি ছিল—কিন্তু উপলব্ধি করার পর বুঝেছি, পরিবারই আসল শান্তি। উসমান-আয়িশা তাদের বাবা-মাকে ফিরে পেয়েছে—এটাই সবচেয়ে বড় সুখ।”

স্বামী আবু ত্বহার প্রতি নিজের আবেগ, ভালোবাসা ও অনুশোচনার কথাও খোলাখুলিভাবে প্রকাশ করেন তিনি। জানান, ভুল বোঝাবুঝিতে তিনি স্বামীকে কষ্ট দিয়েছেন, কিন্তু এখন সব পরিষ্কার হয়ে গেছে।

সাবিকুন নাহার পোস্টে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন—

“আমি আমার মোহাব্বত, আমার আত্মা, আমার সংসারকে ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ!”

তিনি আরও দোয়া চান—পরিবারের এই নতুন অধ্যায় যেন শান্তি, বরকত ও স্থায়িত্ব নিয়ে আসে।

আবু ত্বহা মুহাম্মদ আদনান ও সাবিকুন নাহারের বিচ্ছেদের খবরে যে আলোচনা তৈরি হয়েছিল, সেই অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে তারা আবারও একত্রে দাম্পত্যজীবন শুরু করেছেন। সন্তানদের প্রতি ভালোবাসা, পরস্পরের প্রতি বোঝাপড়া এবং ভুল স্বীকারের মানসিকতাই তাদের ফিরিয়ে এনেছে এক ছাদের নিচে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর