দেশে আসন্ন কয়েক দিনে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হতে পারে—এমন সতর্কতা দিয়েছে আবহাওয়া অবজারভেশন টিম।
সংস্থাটি জানিয়েছে, আগামী ১০ ও ১১ ডিসেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা ১০°–১১°C–এর আশপাশে নেমে আসতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগের কিছু স্থানে শীতের প্রভাব বেশি থাকবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় প্রকাশিত সতর্ক বার্তায় বলা হয়, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, রংপুর ও শ্রীমঙ্গল অঞ্চলে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১০°–১১°C–এর আশপাশে নেমে আসতে পারে।
এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা ১৩°–১৬°C–এর মধ্যে নামতে পারে বলে জানায় সংস্থাটি।
যদিও তাপমাত্রা ১০°C–এর নিচে নেমে যাওয়ার সম্ভাবনা কম, তবে উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে তাপমাত্রা ১০°C–এর নিচে নেমে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। আবহাওয়া পরিস্থিতির ওপর ভিত্তি করে কয়েকদিনের মধ্যেই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ সক্রিয় হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। এ বিষয়ে শিগগিরই আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এসআর
মন্তব্য করুন: