[email protected] মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
১৮ অগ্রহায়ণ ১৪৩২

ভারতের আইটেকে কর্মসূচিতে ৫ হাজার বাংলাদেশি পেশাজীবীর প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫ ১১:৪২ এএম

ভারতের প্রধান উন্নয়ন সহযোগিতা উদ্যোগ আইটেক (ITEC)–এর

আওতায় এখন পর্যন্ত ৫ হাজারের বেশি বাংলাদেশি পেশাজীবী বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) ঢাকায় আয়োজিত ‘আইটেক ডে ২০২৫’ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

হাইকমিশনার বলেন, আইটেক ভারতের উন্নয়ন সহযোগিতা কার্যক্রমের অন্যতম প্রধান স্তম্ভ, যার লক্ষ্য পারস্পরিক উন্নয়ন ও যৌথ অগ্রগতির ভিত্তি তৈরি করা। তিনি মনে করেন, বাংলাদেশ-ভারত বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে আইটেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বাংলাদেশের বিপুল সংখ্যক আইটেক অ্যালামনাই দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তুলেছেন বলেও তিনি মন্তব্য করেন।

প্রণয় ভার্মার মতে, আইটেক কর্মসূচি দক্ষিণ-দক্ষিণ সহযোগিতায় ভারতের অঙ্গীকারের প্রতিফলন, যেখানে অংশীদার দেশগুলোর প্রয়োজন অনুযায়ী মানবসম্পদ উন্নয়নে সহায়তা প্রদান করা হয়।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১৫০ জন বাংলাদেশি আইটেক অ্যালামনাই অংশ নেন।

উল্লেখযোগ্য যে, ১৯৬৪ সালে যাত্রা শুরু করা আইটেক বর্তমানে ভারতের অন্যতম বৃহৎ উন্নয়ন সহায়তা কর্মসূচি। ১৬০টির বেশি দেশ এর সুবিধাভোগী। প্রতি বছর কৃষি, প্রশাসন, জনস্বাস্থ্য, আইটি, বিচারব্যবস্থা, নির্বাচন ব্যবস্থাপনা, রিমোট সেন্সিং, নবায়নযোগ্য শক্তি ও উন্নত কম্পিউটিংসহ বিভিন্ন বিষয়ে ৩০০+ বিশেষায়িত কোর্সে প্রায় ১২ হাজার অংশগ্রহণকারী প্রশিক্ষণের সুযোগ পান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর