চলতি ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে গত নভেম্বরে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে রেমিট্যান্স এসেছে মোট ২৮৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৬৩ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক জানায়, নভেম্বর মাসে আসা মোট রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার।
বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২৯ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে সর্বাধিক ১৯৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ৪০ হাজার ডলার।
মাসজুড়ে রেমিট্যান্স প্রবাহ ছিল তুলনামূলকভাবে শক্তিশালী।
২৩–৩০ নভেম্বর দেশে এসেছে ৭৫ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ডলার,
১৬–২২ নভেম্বর এসেছে ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার,
৯–১৫ নভেম্বর এসেছে ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার।
২–৮ নভেম্বর এসেছে ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার।
এ ছাড়া নভেম্বরের প্রথম দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার।
এর আগের দুই মাসে রেমিট্যান্স এসেছে যথাক্রমে অক্টোবর মাসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার।
আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে মোট রেমিট্যান্স আসে ৩০.৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
এসআর
মন্তব্য করুন: