সারা দেশের আরও ৭৭টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আটটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এসব কর্মকর্তার নিয়োগ দেয়।
এর আগে গত ২৬ নভেম্বর ১৬৬টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন তালিকা যুক্ত হওয়ায় মোট ২৪৩টি উপজেলায় ইউএনও পরিবর্তন বা নিয়োগ সম্পন্ন হলো।
সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী—
উপজেলায় নতুন ইউএনও পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৪ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে হবে। কেউ নির্ধারিত সময়ের মধ্যে যোগ দিতে ব্যর্থ হলে সেদিন বিকেলেই তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
এসআর
মন্তব্য করুন: