সচিবালয়ের নতুন ভবন (১ নম্বর ভবন) এর ১০ তলায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার বেলা আড়াইটার দিকে হঠাৎ আগুন লাগলে মুহূর্তেই পুরো ভবনে ফায়ার হুইসেল বাজতে থাকে। ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে এবং কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এক কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, “হঠাৎ ফায়ার হুইসেল বাজতে থাকে। কিছু সময়ের মধ্যেই ১০ তলার দিক থেকে ধোঁয়া উঠতে দেখি। তারপর দ্রুত নিচে নেমে আসি।”
আরেক কর্মচারী জানান, প্রথমে সাধারণ ধোঁয়া ভেবেছিলেন। পরে বড় আকারে ধোঁয়া দেখায় সবাই দ্রুত ভবন ত্যাগ করেন। আগুনের উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর ১ নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা মাঠে নেমে নিরাপদ স্থানে অবস্থান নিয়েছেন। ভবনটিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের দপ্তর রয়েছে।
এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগে ৬ থেকে ৯ তলা পর্যন্ত ব্যাপক ক্ষতি হয়। প্রায় ২০০ কক্ষ পুড়ে যায় বলে তখন গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানান। ১১ দিন পর ভবনটি সংস্কার শেষে পুনরায় কার্যক্রম শুরু হয়।
এসআর
মন্তব্য করুন: