[email protected] মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
২৫ অগ্রহায়ণ ১৪৩২

হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ২:৩২ এএম

সংগৃহীত ছবি

হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং আলোচিত হলমার্ক কেলেঙ্কারির অন্যতম আসামি মো. তানভীর মাহমুদ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, দুপুর দেড়টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেলে আনা হয়। বিকেল চারটায় হাসপাতালের ছয় তলার ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দীর্ঘদিন ধরে তানভীর মাহমুদ কিডনি রোগে ভুগছিলেন। এছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি ও শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিলতা ছিল তার।

অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের মামলায় তানভীর মাহমুদ, তার স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ৯ জনকে গত বছর যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার প্রথম বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম।

উল্লেখ্য, সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় ২০১২ সালে হলমার্ক গ্রুপের মালিকপক্ষ ও ব্যাংকের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মোট ১১টি মামলা করা হয়। সেই মামলাগুলোর একটিতে তানভীর মাহমুদ দণ্ডপ্রাপ্ত ছিলেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর