দেশের বিভিন্ন স্থানে বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, ‘মানিকগঞ্জে পুলিশ ইতোমধ্যে অভিযান চালাচ্ছে। অন্যান্য এলাকাতেও অভিযানে নেমেছে পুলিশ। খুব দ্রুতই এর অগ্রগতি জানা যাবে।’
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় বাউল শিল্পীদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটে। এমনকি এসব ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনেও হামলার খবর পাওয়া যায়।
উপদেষ্টা পরিষদের বৈঠকে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, ‘উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
তবে যতদূর জানি, বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী মানিকগঞ্জ জেলা পুলিশ কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘যেসব এলাকায় হামলার ঘটনা ঘটেছে, সেসব স্থানেও পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে। খুব শিগগিরই আপনারা এর ফলাফল জানতে পারবেন।
এসআর
মন্তব্য করুন: