[email protected] বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
১৩ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচনে অপতথ্য রোধে ইসির সঙ্গে কাজ করবে টিকটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫ ৬:৪০ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভুয়া তথ্য,

বিভ্রান্তি ছড়ানো কনটেন্ট এবং অনলাইন ম্যানিপুলেশন ঠেকাতে বিশেষ উদ্যোগ নিয়েছে টিকটক। প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে জানায়—নির্বাচন সম্পর্কিত কোনো ধরনের অপব্যবহার প্ল্যাটফর্মে সহ্য করা হবে না এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে তারা বাড়তি সতর্কতা বজায় রাখছে।

বুধবার (২৬ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে টিকটকের দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস প্রধান ফেরদৌস মুত্তাকিম জানান, তাদের বৈশ্বিক বিশেষজ্ঞ টিম নির্বাচনকালীন সময়ে অতিরিক্ত নজরদারি কার্যক্রম চালাচ্ছে। তিনি বলেন, টিকটকের নিরাপত্তা ব্যবস্থা, অপতথ্য মোকাবিলার নীতি এবং ইসির সঙ্গে ভবিষ্যৎ সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

টিকটকের পক্ষ থেকে আরও জানানো হয়, প্ল্যাটফর্মের কনটেন্টের মান বজায় রাখতে ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ভিডিও সরানো হয়েছে। এটি প্রতিদিন কনটেন্ট পর্যবেক্ষণের ধারাবাহিক প্রচেষ্টাকে প্রতিফলিত করে।

প্রতিনিধি দল জানায়, নির্বাচন ঘিরে অনলাইন পরিবেশ সুরক্ষিত রাখতে নির্বাচন কমিশন, গণমাধ্যম এবং প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর আন্তসমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে টিকটকের নয় সদস্যের প্রতিনিধি দলসহ চার নির্বাচন কমিশনার ও ইসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর