বাংলাদেশ পুলিশ বাহিনীর আরও ১৩ জন পুলিশ সুপারের (এসপি) দপ্তর বদল করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ রদবদল কার্যকর করা হয়।
বদলির আওতায় এসপিদের বিভিন্ন ইউনিটে—ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)—পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী,
- মৌলভীবাজারের এসপি এম কে এইচ জাহাঙ্গীর হোসেন–কে এসবিতে,
- রংপুরের এসপি মো. আবু সাইম–কে ডিএমপিতে,
- সুনামগঞ্জের এসপি তোফায়েল আহম্মেদ–কে খুলনা রেঞ্জে,
- শেরপুরের এসপি মো. আমিনুল ইসলাম–কে পিবিআইতে,
- কুড়িগ্রামের এসপি মো. মাহফুজুর রহমান–কে রংপুর আরপিএমপিতে,
- পিরোজপুরের এসপি খাঁন মুহাম্মদ আবু নাসের–কে এপিবিএনে,
- সিরাজগঞ্জের এসপি মো. ফারুক হোসেন–কে আরএমপিতে এবং
- নওগাঁর এসপি মোহাম্মদ সাফিউল সানোয়ার–কে পিবিআইতে বদলি করা হয়েছে।
এ ছাড়া,
- লক্ষ্মীপুরের এসপি মো. আকতার হোসেন–কে পিবিআইতে,
- কক্সবাজারের এসপি মো. সাইফউদ্দীন শাহীন–কে সিআইডিতে,
- চাঁপাইনবাবগঞ্জের এসপি মো. রেজাউল করিম–কে ডিএমপিতে,
- কুষ্টিয়ার এসপি মো. মিজানুর রহমান–কে এসবিতে এবং
- ভোলার এসপি মোহাম্মদ শরীফুল হক–কে পিবিআইতে বদলি করা হয়েছে।
মন্তব্য করুন: