কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.
জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ প্রক্রিয়াকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তবে এতে কোনো মেধাবী কর্মকর্তা বাদ পড়েননি। লটারিতে মেধা নয়—শুধু কর্মকর্তাদের কোন জেলায় পোস্টিং হবে, তা নির্ধারিত হয়েছে বলে তিনি পরিষ্কার করে জানান।
বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
লটারির পদ্ধতি নিয়ে জানতে চাইলে তিনি ব্যাখ্যা করেন, নিরাপত্তা পরিস্থিতির ভিত্তিতে জেলাগুলোকে এ, বি ও সি—এই তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। এটি জেলাভিত্তিক বিস্তৃতি বা আকারের ওপর নির্ভর করে নয়, বরং আইনশৃঙ্খলার প্রকৃতি অনুযায়ী নির্ধারিত হয়েছে।
উপদেষ্টা আরও জানান, ৬৪ জেলায় ৬৪ জন এসপি থাকলেও তাদের মধ্যে ১৮ জনকে বদলি করে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। পুরোনোরা তাদের বর্তমান দায়িত্বেই ছিলেন। এরপর লটারির মাধ্যমে নির্ধারিত হয় কোন কর্মকর্তা কোন জেলায় দায়িত্ব পালন করবেন।
মেধাবীরা লটারিতে উপেক্ষিত হয়েছেন কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি দৃঢ়ভাবে বলেন, “মেধাবীরা আগে থেকেই বাছাই করা ছিল। মেধা নির্ধারণে কোনো লটারি হয়নি। লটারি শুধুই পোস্টিং ঠিক করার জন্য।”
এসআর
মন্তব্য করুন: