জনসংখ্যা ও নগরায়ণের দ্রুত বিস্তারের ফলে ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হয়েছে।
এতদিন নবম অবস্থানে থাকা রাজধানী ঢাকার জনঘনত্ব ও মানুষের আগমন উল্লেখযোগ্যভাবে বাড়ায় নতুন তালিকায় তা দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ২০৫০ সালের মধ্যেই ঢাকা বিশ্বের সবচেয়ে বৃহৎ শহরে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (২৬ নভেম্বর) আলজাজিরা একটি প্রতিবেদনে জানিয়েছে, জাতিসংঘের নতুন রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।
এর আগে বিশ্বের সবচেয়ে বড় শহরের অবস্থানটি দখল করে রেখেছিল জাপানের রাজধানী টোকিও। তবে এবার টোকিওকে পেছনে ফেলে তালিকার শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় স্থানে ঢাকা আর তৃতীয় স্থানে চলে গেছে টোকিও। সর্বশেষ ২০০০ সালে জাতিসংঘ টোকিওকে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হিসেবে চিহ্নিত করেছিল।
জাতিসংঘের হিসাব অনুযায়ী—
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ প্রকাশিত ‘ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে এখন মোট ৩৩টি মেগাসিটি রয়েছে—যেখানে জনসংখ্যা ১ কোটির বেশি। অথচ ১৯৭৫ সালে মেগাসিটির সংখ্যা ছিল মাত্র আটটি।
বিশেষজ্ঞদের মতে, দ্রুত নগরায়ণ, অভ্যন্তরীণ অভিবাসন, অর্থনৈতিক সুযোগ ও সেবামূলক কর্মকাণ্ডের ঘনত্ব—সব মিলিয়ে ঢাকা বিশ্বের অন্যতম দ্রুতবর্ধনশীল শহরে পরিণত হয়েছে।
এসআর
মন্তব্য করুন: