[email protected] বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
১২ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচন প্রতিহত করার চেষ্টা হলে ব্যবস্থা নেওয়া হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫ ১১:৩০ এএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য করে কেউ যদি ভোটগ্রহণ প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

তিনি বলেন, “বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি সন্তোষজনক নয়, তবে ভোটের আগেই পরিস্থিতির উন্নতি হবে। কেউ ভোট প্রতিহত করতে চাইলে তা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বুধবার সকালে রাজধানীতে বিজিবির সদর দপ্তরে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া আয়োজনে সিইসি এসব কথা বলেন।

সিইসি জানান, নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক প্রায় সব কাজই সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের দিন মাঠে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা নিশ্চিত করার সব ব্যবস্থা থাকবে।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে বিজিবি মোতায়েন করা হবে। সীমান্তবর্তী সাতটি উপজেলায় তারা এককভাবে দায়িত্ব পালন করবে। ভোটের আগে ও পরে মোট চার দিন বিজিবি নিরাপত্তা দায়িত্বে থাকবে।

নির্বাচন কমিশনের মতে, নিরাপত্তা বাহিনীর সমন্বিত উপস্থিতি ভোট পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভোটারদের আস্থা আরও বাড়াবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর