মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ করতে আর স্টেশনে যেতে হবে না।
আজ থেকে দেশের যেকোনো প্রান্ত থেকেই র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জ করা যাবে। ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করেই রিচার্জ করা সম্ভব।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে অনলাইন রিচার্জ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার।
উদ্বোধনী বক্তব্যে শেখ মইনউদ্দিন বলেন,
“গণপরিবহনের ডিজিটাল রূপান্তরে এটি বড় অগ্রগতি। এখন যাত্রীরা যে কোনো সময়, যে কোনো স্থান থেকে নিরাপদে কার্ড রিচার্জ করতে পারবেন।”
নিখিল কুমার দাস বলেন, ডিজিটাল প্রযুক্তির সঠিক প্রয়োগ গণপরিবহনে সুশাসন, দক্ষতা ও যাত্রীসেবার মান বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। অনলাইন রিচার্জ সুবিধায় যাত্রীরা দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত সেবা পাবেন।
ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, বহুল প্রত্যাশিত এই সেবা যাত্রীদের সময় বাঁচাবে এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার আরও বাড়াবে। এর ফলে গণপরিবহন আরও আধুনিক ও সহজসাধ্য হবে।
এসআর
মন্তব্য করুন: