আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের মেকানিক্যাল ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইএমই কোরের বাৎসরিক-২০২৫ অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সেনাপ্রধান ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশসেবার অবদানের কথা উল্লেখ করে বলেন, কোরের প্রতিটি কর্মকর্তা ও সদস্যকে পেশাদারিত্ব বজায় রেখে ভবিষ্যতেও দেশ সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তিনি ইএমই কোর এবং বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন।
এর আগে সেনাপ্রধান ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছলে তাকে স্বাগত জানান—
সম্মেলনে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট, সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, অ্যাডজুটেন্ট জেনারেল, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, সেনাসদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, ইএমই ইউনিটগুলোর অধিনায়ক এবং গণমাধ্যম প্রতিনিধিরা।
এসআর
মন্তব্য করুন: