[email protected] মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
১১ অগ্রহায়ণ ১৪৩২

অনুসন্ধানে চাপ দিলে নাম প্রকাশ করবে দুদক: চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ ৫:২৮ পিএম

সংগৃহীত ছবি

দুর্নীতি দমন কমিশন (দুদক) ভবিষ্যতে দুর্নীতি তদন্ত ও অনুসন্ধানে বাধা দেয়ার যেকোনো প্রচেষ্টা প্রকাশ্যে আনবে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেগুনবাগিচায় কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন।

দুদকের ওপর অযাচিত চাপ আসে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে চেয়ারম্যান স্পষ্টভাবে বলেন,
“দুদকে যারা অযাচিত চাপ প্রয়োগ করবেন, আগামীতে তাদের নাম আমরা প্রকাশ করে দেব।”

এ সময় আরও উপস্থিত ছিলেন দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ এবং দুদকের সচিব মোহাম্মদ খালেদ রহীম।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর