[email protected] মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
১১ অগ্রহায়ণ ১৪৩২

সংসদ ও গণভোটের মক ভোটিং শনিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ ৪:২১ পিএম

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি হিসেবে আগামী

২৯ নভেম্বর ‘মক ভোটিং’ বা পরীক্ষামূলক ভোট আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

তিনি বলেন, শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন বয়স ও শ্রেণির ভোটারদের অংশগ্রহণে এই মক ভোট অনুষ্ঠিত হবে। উদ্দেশ্য—ভোট প্রক্রিয়া আগে থেকেই পরীক্ষা করে দেখা এবং ভোটারদের নতুন ব্যবস্থার সঙ্গে পরিচিত করা।

ইসি জানায়, আগামী ফেব্রুয়ারির প্রথম দিকেই সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর