[email protected] মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
১১ অগ্রহায়ণ ১৪৩২

ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ ১:৪০ পিএম

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থার

প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে মাঠে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, জাতিকে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়াই কমিশনের প্রধান লক্ষ্য। অতীতের অভিজ্ঞতা ও ভুল থেকে শিক্ষা নিয়ে আরও উন্নত ও নির্ভুল নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে। একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা ইসির দায়িত্ব উল্লেখ করে তিনি জানান, এ কাজে সবার সমন্বয় ও সহযোগিতা প্রয়োজন।

সিইসি পর্যবেক্ষকদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নতুন যেসব সংস্থা পর্যবেক্ষণের কাজ করবে, তাদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যারা মাঠে পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন, তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কযুক্ত না থাকেন—এ বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর