ঢাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। আকাশে
অস্থায়ীভাবে কিছু মেঘ দেখা গেলেও সারাদিন আবহাওয়া শুকনোই থাকবে— এমন পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত আপডেটে জানানো হয়, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে। সার্বিকভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা ছিল ৮৪%। সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৯.৬ ডিগ্রিতে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২০ মিনিটে।
এ ছাড়া আগের দিনের সারাদেশব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে— মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্কই থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
এসআর
মন্তব্য করুন: