[email protected] মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
১১ অগ্রহায়ণ ১৪৩২

রাজউকের গবেষণা

ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে ধসে পড়তে পারে সাড়ে ৮ লাখ ভবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ ২:৩৬ এএম

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় নরসিংদীর মধুপুর ফল্টে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হলে সাড়ে ৮ লাখের বেশি ভবন ধসে পড়তে পারে—রাজউকের সাম্প্রতিক এক গবেষণায় এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

এতে প্রায় ২ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভূমিকম্প বিষয়ক এক আলোচনা সভায় এই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।

এতে জানানো হয়, দিনের বেলায় এ মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়তে পারে প্রায় ৮ লাখ ৬৫ হাজার ভবন; আর্থিক ক্ষতি ছাড়িয়ে যেতে পারে ২৫ বিলিয়ন ডলার। সিলেট ফল্টে একই মাত্রার ভূকম্পন হলে তুলনামূলক কম ক্ষতি হবে বলেও জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার ভবনগুলোর ঝুঁকি মোকাবিলায় এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। বুয়েটের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী ভবন ঝুঁকি নিরীক্ষায় বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করার পরামর্শ দিয়ে বলেন, শুধু রাজউক একা এই বিশাল কাজ সামাল দিতে পারবে না।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বড় ধরনের দুর্যোগের সম্ভাবনা আবারও সামনে এসেছে।

তাই ভবন নিরীক্ষায় বেসরকারি খাতকে আনতে বিশেষ আদেশ দেওয়ার পাশাপাশি পুরান ঢাকা সংস্কার দ্রুত শুরু করা উচিত। একই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহকারী সংস্থা এবং ফায়ার সার্ভিসকে সমন্বিতভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, ভূমিকম্প ঝুঁকি কমাতে সরকার একটি বিশেষ ট্রাস্ট গঠনের কাজ এগিয়ে নিচ্ছে। তাঁর মতে, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সমন্বিত প্রস্তুতিই বড় দুর্যোগ মোকাবিলায় সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সভায় রাজউক চেয়ারম্যান বলেন, নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিত করতে নতুন একটি স্বাধীন কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চলছে।

গত শুক্রবারের ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন ভবনে দীর্ঘক্ষণ দুলুনি অনুভূত হওয়ার পর এই উদ্বেগ আরও বেড়েছে।

৬-এর কম মাত্রার সেই কম্পনেও সারা দেশে অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর