সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক নয়, বরং দায়িত্বশীল সতর্কতা জরুরি—এমন অভিমত দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয় অধ্যাপকরা।
শুক্রবার ও শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় তারা এ মতামত তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বৈঠকে প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের উদ্দেশে বলেন, “আমরা হাত গুটিয়ে বসে থাকতে চাই না, আবার অবৈজ্ঞানিক পদক্ষেপও নিতে চাই না।
তাই খুব দ্রুত সরকারের করণীয় সম্পর্কে আপনাদের লিখিত মতামত চাই।”
তিনি আরও জানান, ভূমিকম্প-সম্পর্কিত প্রস্তুতি ও পূর্বসতর্কতা জোরদারে প্রয়োজনীয় বিশেষজ্ঞ কমিটি এবং এক বা একাধিক টাস্কফোর্স গঠনের কাজ চলছে।
বিশেষজ্ঞদের সুপারিশ পাওয়া মাত্রই সে অনুযায়ী কার্যক্রম শুরু করবে সরকার।
সভায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা বলেন, সাম্প্রতিক ভূমিকম্পগুলো বড় কোনো ঝুঁকির ইঙ্গিত না দিলেও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ স্থাপনার তালিকা প্রণয়নের মতো উদ্যোগ এখনই নেওয়া প্রয়োজন।
এসআর
মন্তব্য করুন: