ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকার গ্রেপ্তার এবং পরে তার অনুসারীদের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক ছড়িয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর উদ্দেশে প্রশ্ন তুলছেন। এসব সমালোচনার জবাবে সোমবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দীর্ঘ স্ট্যাটাসে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
স্ট্যাটাসে ফারুকী লেখেন, সরকারে যোগ দেওয়ার পর গত চার দিন তার জন্য সবচেয়ে অস্বস্তিকর সময় ছিল। অনেকেই তার নীরবতা নিয়ে প্রশ্ন তুললেও তিনি জানান— “আমাদের কাজ করা, বিবৃতি দেওয়া নয়।”
ফারুকী জানান, বিষয়টি জানামাত্র তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন। মন্ত্রণালয় থেকে তাকে পরিস্থিতির উত্তাপ ও ঝুঁকির দিক ব্যাখ্যা করে ভিডিও-সহ তথ্য পাঠানো হয়।
তিনি লিখেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সম্পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আমি সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।”
একই সঙ্গে তিনি সবাইকে ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানান।
ফারুকীর দাবি, সমালোচনার লক্ষ্যবস্তু হিসেবে তাকে উদ্দেশ্য করেই আক্রমণ করা হচ্ছে, অথচ যেসব সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার—সেগুলো নিয়ে কেউ প্রশ্ন তুলছে না।
তিনি বলেন, “কিছু ব্যক্তির গাত্রদাহ আগের কিছু ঘটনার কারণেই। সেই ক্ষোভ এখন আবুল সরকারকে কেন্দ্র করে আমার ওপর ঢালছেন।”
সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন—একদিকে লালনকে জাতীয়ভাবে উদ্যাপন করছে সরকার, অন্যদিকে বাউলদের ওপর হামলা হচ্ছে।
ফারুকীর জবাব—
“বাউলদের ওপর হামলা নতুন নয়। অতীত সরকারগুলোর আমলেও এমন ঘটনা ঘটেছে। অথচ আমরা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে লালনকে জাতীয়ভাবে উদ্যাপনের সিদ্ধান্ত নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছি—আমরা বহুত্ববাদ ও মানবতার পক্ষে।”
তিনি জানান, সংস্কৃতি মন্ত্রণালয় প্রথমবারের মতো ঈদ, বৌদ্ধ পূর্ণিমা, দুর্গাপূজা—সব ধর্মীয় উৎসব উদ্যাপনে অংশ নিয়েছে এবং বিভিন্ন স্থানে সাধুসঙ্গ আয়োজন করেছে।
সাম্প্রতিক সময়ের আরেক সমালোচনা—ড্রোন শো। এ নিয়ে ফারুকী তীব্র ব্যঙ্গ করে লেখেন,
“কোথাও বাউল আক্রান্ত? বলো ফারুকীকে আরেকটা ড্রোন শো করতে!—এ ধরনের মন্তব্য দেখে হাসিই পায়।”
তিনি জানান, ড্রোন শো এখন বিশ্বব্যাপী বড় আয়োজনে স্বাভাবিক উপাদান—গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের উদ্বোধন থেকে ফিফা ওয়ার্ল্ড কাপের প্রচারণা—সবখানেই ড্রোন শো হচ্ছে।
“বাংলাদেশও সেই ধারার অংশ হচ্ছে, এবং সামনেও হবে”— মন্তব্য ফারুকীর।
এসআর
মন্তব্য করুন: