দেশে পরপর কয়েক দফা ভূমিকম্পে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হওয়ায় ভূমিকম্প প্রস্তুতি ও করণীয় বিষয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে এ বৈঠক শুরু হয়। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং টেকনিক্যাল কমিটির সদস্যরা উপস্থিত আছেন বলে দপ্তর সূত্রে জানা গেছে।
গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদীতে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে—যা ঢাকাকে সবচেয়ে বেশি নড়বড়ে করে তোলে।
এ ঘটনায় তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু এবং ছয় শতাধিক মানুষ আহত হন। রাজধানীতে বহু ভবনে ফাটল দেখা দেয়; কোথাও কোথাও ভবন হেলে পড়ার ঘটনাও রিপোর্ট হয়েছে।
এর পরদিন শনিবার কয়েক ঘণ্টার ব্যবধানে আরও তিন দফা ভূমিকম্প অনুভূত হয়, যা জনমনে আতঙ্ক বাড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে দেশের ভবন, অবকাঠামো ও দুর্যোগ প্রস্তুতি পুনর্মূল্যায়নে আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৈঠকে ভূমিকম্প-পরবর্তী ঝুঁকি কমানো, ক্ষতিগ্রস্ত ভবন মূল্যায়ন, জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানো এবং রাজধানীর ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা যাচাইসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: