[email protected] মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
১০ অগ্রহায়ণ ১৪৩২

কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে ৪১৭ নাবিক নৌবাহিনীতে অন্তর্ভুক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ৫:৪৩ পিএম

কঠোর প্রশিক্ষণ সম্পন্ন করার পর বাংলাদেশ নৌবাহিনীর নতুন ৪১৭

নাবিক আনুষ্ঠানিকভাবে বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) পটুয়াখালীর বানৌজা শেরেবাংলা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত চূড়ান্ত কুচকাওয়াজের মধ্য দিয়ে তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি প্যারেড পরিদর্শন করেন এবং নবীন নাবিকদের সালাম গ্রহণের পাশাপাশি কৃতিত্বপূর্ণ প্রশিক্ষণফল অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, বি-২০২৫ ব্যাচ থেকে রিজান মোল্যা সব বিষয়ে অসাধারণ ফলাফল করে ‘নৌপ্রধান পদক’ অর্জন করেছেন। দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ পেয়েছেন মো. মারুফ হাসান মুন্না এবং তৃতীয় স্থান অর্জন করে ‘শেরেবাংলা পদক’ পেয়েছেন মো. হাসান আলী।

২২ সপ্তাহের কঠোর বুটক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন করা এই নাবিকরা জাতীয় পতাকায় শপথ নিয়ে দেশের সেবা ও প্রয়োজনে জীবন উৎসর্গের অঙ্গীকার করেন।

নবীন নাবিকদের উদ্দেশে ভাষণে নৌবাহিনী প্রধান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের আত্মত্যাগ স্মরণ করেন। পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশের সমুদ্রসীমা রক্ষা, সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং জাতীয় নিরাপত্তা ও অর্থনীতিকে সমৃদ্ধ করতে নৌবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর নৌবাহিনীর সদস্য হিসেবে নিজেদের আরও দক্ষ করে তুলতে নবীন নাবিকদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, দেশের সংকটময় সময়ে জানমাল রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং দায়িত্বপ্রাপ্ত এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে নৌবাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে নৌ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রশিক্ষণার্থী নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর