[email protected] বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
২০ অগ্রহায়ণ ১৪৩২

সচিবদের সঙ্গে বসছে পে কমিশন, আলোচনায় আসতে পারে যেসব বিষয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ১:২৭ পিএম

সংগৃহীত ছবি

নতুন সরকারি বেতন কাঠামো প্রণয়নের অংশ হিসেবে আজ বিকেল ৩টা থেকে সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন।

কমিশনের নিজস্ব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত থাকবেন।

জাতীয় বেতন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে নতুন সুপারিশ চূড়ান্ত করা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশন–২০২৫ এর সভাপতি জাকির আহমেদ খান।

কমিশন সূত্র জানিয়েছে, নতুন পে স্কেলের খসড়া তৈরির কাজ ইতোমধ্যে অর্ধেকেরও বেশি সম্পন্ন হয়েছে। আগে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মতবিনিময় করে তাদের প্রস্তাব সংগ্রহ করা হয়। এখন সেই তথ্যগুলো বিশ্লেষণ করে সচিবদের মতামত নেওয়া হবে—

  • নতুন বেতন কাঠামোর সম্ভাব্য রূপ,
  • কত সময়ের মধ্যে তা কার্যকর হতে পারে,
  • এবং কাঠামোর সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনাই হবে আজকের বৈঠকের মূল এজেন্ডা।

একই সঙ্গে কর্মচারীরা গভীর আগ্রহ নিয়ে এ বৈঠকের দিকে নজর রাখছেন। তাদের আশা, আলোচনার পর কমিশন দ্রুতই চূড়ান্ত সুপারিশ প্রকাশ করবে।

এদিকে কর্মচারী নেতারা ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার জন্য পে কমিশনকে আল্টিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ না দিলে তারা কঠোর আন্দোলনের সতর্কতা দিয়েছেন। এ দাবিতে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের প্রস্তুতিও চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর