দক্ষিণ আন্দামান সাগর ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যেই একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিমদিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (২২ নভেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ১২০ ঘণ্টার বিশেষ আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে একই স্থানে রয়েছে, যা আরও শক্তি সঞ্চয় করে ঘনীভূত হতে পারে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরেকটি নতুন লঘুচাপ তৈরি হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে।
সোমবার (২৪ নভেম্বর):
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। ভোরের দিকে দেশের বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর):
আকাশ আংশিক মেঘলা থাকলেও দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (২৬ নভেম্বর):
আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর):
আকাশ আংশিক মেঘলা থাকবে, আবহাওয়া শুষ্ক। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার (৮ নভেম্বর):
সারা দেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
এসআর
মন্তব্য করুন: