জুলাইয়ে সংঘটিত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ের করা মামলায় দণ্ডিত এক সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণ চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
শুক্রবার পাঠানো এই চিঠির বিষয়টি রবিবার নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সরকারি সূত্র জানায়, গত বছরের রাজনৈতিক অস্থিরতার সময় সাবেক প্রধানমন্ত্রী দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন বলে ধারণা করা হয়। পরে বিশেষ ট্রাইব্যুনাল জুলাই–আগস্টের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার দায়ে তাকে দণ্ডাদেশ দেয়।
এই রায় ঘোষণার পর ভারতকে পাঠানো চিঠিতে ঢাকা জানিয়েছে—দণ্ডিত ব্যক্তিকে আশ্রয় দেওয়া “অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের পথে প্রতিবন্ধকতা” সৃষ্টি করবে। দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে বাংলাদেশ দ্রুত তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনেও বলা হয়েছে, ঢাকা অতীতে আরও কয়েক দফা দিল্লিকে অনুরোধ জানিয়েছিল, তবে সে বিষয়ে এখনো ইতিবাচক সাড়া মেলেনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, “আমরা আমাদের অনুরোধ জানিয়েছি। সিদ্ধান্ত ভারতের নিজস্ব প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।
এসআর
মন্তব্য করুন: