[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, আরও ঘনীভূত হওয়ার আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ১১:৩৮ এএম

দক্ষিণ আন্দামান সাগর ও আশপাশের এলাকায় তৈরি হওয়া

লঘুচাপটি ঘনীভূত হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে এবং আরও শক্তি সঞ্চয় করতে পারে।

রবিবার প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, সারাদেশে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের কিছু জায়গায় সামান্য কুয়াশা দেখা যেতে পারে। দিনের ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

আগামী তিন দিন (২৪–২৬ নভেম্বর) একই ধরনের আবহাওয়া বজায় থাকবে—আংশিক মেঘলা আকাশ, শুষ্ক পরিবেশ ও ভোরবেলায় হালকা কুয়াশা। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যদিও দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে।

২৭ নভেম্বর থেকে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী পাঁচ দিনের মধ্যে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর