শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় আবারো ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৩ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
কিন্তু এ তথ্যের সঙ্গে মিল পাওয়া যায়নি আবহাওয়া অধিদপ্তরের জারি করা বার্তায়। তাদের সরকারি বার্তায় ভূমিকম্পের উৎস উল্লেখ করা হয় ঢাকার বাড্ডা অঞ্চল হিসেবে।
আবহাওয়া অফিস ও ইউএসজিএস—দুই সংস্থাই ভূমিকম্পের লোকেশন দেখিয়েছে
২৩.৯৩° উত্তর অক্ষাংশ, ৯০.৬১° পূর্ব দ্রাঘিমাংশ।
গুগল ম্যাপ বিশ্লেষণে দেখা গেছে, এই লোকেশনটি আসলে নরসিংদী জেলার পশ্চিমাংশের কালিগঞ্জ ও ঘোড়াশালের মধ্যবর্তী এলাকা, বাড্ডা নয়।
এতে আবারো প্রশ্ন উঠেছে—
আবহাওয়া অধিদপ্তর কি আবারও বিশ্লেষণগত ভুল করল?
এর আগে একই দিনে দুপুরে ৩.৩ মাত্রার আরেক ভূমিকম্পের উৎস হিসেবে আবহাওয়া অধিদপ্তর জানায়—সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা।
কিন্তু বিকাল ৪টার দিকে সংশোধিত বার্তায় জানানো হয়—উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।
তখন অধিদপ্তর স্বীকার করে—
“বিশ্লেষণগত সমস্যার কারণে ভুল হয়েছিল।”
মারাত্মক ভূমিকম্পের পর দেশের দুশ্চিন্তা বাড়ল
এর মাত্র ২৪ ঘণ্টা আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশে অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প।
এই কম্পনে—
অনেকেই আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন। কোথাও কোথাও ভবনে ফাটল দেখা দেয় এবং কিছু ভবন হেলে পড়ে।
বারবার ভুল তথ্য উদ্বেগ বাড়াচ্ছে
পুনঃপুন ভুল তথ্য জনমনে বিভ্রান্তি তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন,
এসআর
মন্তব্য করুন: