একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে সরকার।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের আয়োজনে নির্বাচনবিষয়ক কর্মশালায় এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
সিইসি বলেন, “নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা এখন ব্যাপকভাবে বেড়েছে। গত ২–৩ দিনে আমরা তা স্পষ্টভাবে উপলব্ধি করেছি। এই প্রত্যাশা আমাদের জন্য যেমন বড় দায়িত্ব, তেমনি বড় চ্যালেঞ্জ। তবুও আমাদের মূল ও একমাত্র লক্ষ্য—জাতিকে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। রাজনৈতিক দলগুলোকেও এ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমাদের রাজনৈতিক বাস্তবতা খুব একটা মসৃণ নয়। তবে একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হলে পরিস্থিতি স্থিতিশীল হবে—এমনটাই বিশ্বাস করি। কারণ, দেশের রাজনৈতিক নেতৃত্ব দায়িত্বশীল ও বিজ্ঞ।”
গণভোট প্রসঙ্গে তিনি জানান, “সামনের সপ্তাহেই গণভোট আইন করা হবে। আইন হয়ে গেলে কমিশন গণভোটের প্রস্তুতি শুরু করবে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা নির্বাচন কমিশনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। অতীতের কোনো নির্বাচন কমিশনকে এ রকম মুখোমুখি পরিস্থিতি মোকাবিলা করতে হয়নি।”
তিনি আরও বলেন, এ কঠিন পরিস্থিতিতেও ইসি তার দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর।
এসআর
মন্তব্য করুন: