[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ১২:৪২ পিএম

দক্ষিণ আন্দামান সাগর ও আশপাশের এলাকায় আগামী ২৪

ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্তমানে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় রয়েছে, যার বিস্তার উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে।

শনিবার (২২ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এসব তথ্য জানান।

সংস্থাটি জানায়, আগামীকাল সকাল ৯টা পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

আগামী কয়েক দিনের পূর্বাভাস

রোববার (২৩ নভেম্বর):
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকলেও সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে।

সোমবার (২৪ নভেম্বর):
আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

মঙ্গলবার (২৫ নভেম্বর):
সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পেতে পারে।

বুধবার (২৬ নভেম্বর):
দিনের শুরু থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সামগ্রিকভাবে কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর