[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

ভূমিকম্পে ইট–মাটির চাপায় নিভে গেল ৬ প্রাণ, আহত শতাধিক

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫ ৩:৪৬ পিএম

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬ জনের মৃত্যু ও শতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ তীব্র দুলুনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরজুড়ে।

মুহূর্তেই মানুষ ঘরবাড়ি থেকে ছুটে রাস্তায় নেমে আসে। ঢাকাসহ কয়েকটি জেলায় বিভিন্ন স্থাপনার দেয়াল ধস ও ফাটলের ঘটনার খবর পাওয়া গেছে।

দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মঈনুল আহসান জানান, ঢাকায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু এবং শতাধিক মানুষ আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতদের চিকিৎসায় দেশের সব হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ঢাকায় মৃতদের একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি দুজনের পরিচয় শনাক্ত করা যায়নি। রাজধানীর বাইরে নরসিংদীতে দুজন এবং নারায়ণগঞ্জে একজন নিহত হয়েছেন।

নরসিংদীর গাবতলীতে দেয়াল ধসে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়। পলাশে মাটির দেয়াল ধসে প্রাণ হারান এক বৃদ্ধা। অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন নিহত হয়েছেন।

তাদের মধ্যে মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম আছেন। তার মা ও আরও কয়েকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকাজ ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর