[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

এমন ভূমিকম্প আগে দেখেনি রাজধানীবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫ ১২:৪৩ পিএম

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবার সকালে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে অন্যতম শক্তিশালী কম্পন বলে জানিয়েছেন ভূমিকম্পবিদরা।

হঠাৎ তীব্র ঝাঁকুনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরজুড়ে; দৌড়ে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন বহু মানুষ।

সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। তবে প্রভাবের তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেকেই বলেন— এর আগে এমন কম্পন কখনও অনুভব করেননি।

কম্পন শুরু হতেই রাজধানীর বিভিন্ন এলাকার বহুতল ভবন থেকে দ্রুত নিচে নেমে আসতে দেখা যায় বাসিন্দাদের। অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক ভবনগুলোতে মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়।

মোহাম্মদপুরের বাসিন্দা শায়লা পারভীন বলেন, “আমি রান্নাঘরে ছিলাম। হঠাৎ দেখি মেঝে দুলছে। পরে জিনিসপত্র পড়ে যেতে শুরু করলে দ্রুত নিচে নেমে আসি। জীবনে এত শক্ত ভূমিকম্প আর দেখিনি।”

গুলশানের একটি বহুতল ভবনের নিরাপত্তাকর্মী রফিক মিয়া বলেন, “বিল্ডিংটা এমন জোরে দুলছিল যে সবাই আতঙ্কে চিৎকার করতে করতে নিচে নামছিল। এত ভয়াবহ দুলুনি আগে পাইনি।”

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একই সময়ে কম্পন অনুভূত হয়েছে। তিনি বলেন, “সবাইকে অনুরোধ করছি, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন।”

আফটারশক সম্পর্কে তিনি আরও বলেন, “এ ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটারশক হতে পারে। তবে এখন পর্যন্ত বড় কোনো পরাঘাতের ঝুঁকি দেখা যায়নি।”

এর আগে চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে ৫.৬ মাত্রার আরেকটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছিল। এছাড়া ২৮ মে মণিপুরে আঘাত হানা ভূমিকম্পের প্রভাবেও দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ ঢাকায় হালকা কম্পন অনুভূত হয়।

ভূমিকম্প প্রশমনে সচেতনতা ও ভবনগুলোর নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর